চট্টগ্রাম, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ নাকি খোলা, সিদ্ধান্ত জানাল মাউশি

প্রকাশ: ২১ জুন, ২০২৫ ১২:২৬ : অপরাহ্ণ

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

আজ শুক্রবার (২০ জুন) তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা এরই মধ্যে নির্দেশনা জারি করেছি। সে অনুযায়ী স্কুলগুলো প্রস্তুতি নিচ্ছে। অভিভাবকদেরও অনুরোধ করবো, তারা যেন তাদের সন্তানদের সে অনুযায়ী প্রস্তুত করেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সুযোগ নেই। আগামী রোববার থেকেই স্কুল খুলছে। তবে করোনা সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থাগুলো সবাইকে মানতে হবে।

Print Friendly and PDF