চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ , ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ৩৫ লাখ শিশু শ্রমিক, ১০ লাখ ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত: শ্রম উপদেষ্টা

প্রকাশ: ১৮ জুন, ২০২৫ ৪:২২ : অপরাহ্ণ

বর্তমানে দেশে প্রায় ৩৫ লাখ শিশু শ্রমিক হিসেবে কাজ করছে, যার মধ্যে অন্তত ১০ লাখ শিশু জড়িত রয়েছে ঝুঁকিপূর্ণ পেশায়। বুধবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে বিশ্ব শিশুশ্রম দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘শিশুশ্রম বন্ধে অন্তর্বর্তীকালীন সরকার নানা উদ্যোগ নিয়েছে। বর্তমানে যে শিশু শ্রমের সংজ্ঞা বিদ্যমান, তা সংশোধনের কাজ চলছে। নতুন সংজ্ঞায় শিশু শ্রমিকদের জন্য নির্দিষ্ট বয়সের সীমা নির্ধারণ করা হবে।’

শ্রম উপদেষ্টা আরও জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম আইন সংশোধনের কাজ চলছে এবং আগামী নভেম্বরের মধ্যে সংশোধিত শ্রম আইন চূড়ান্ত করা হবে।

বিশ্ব শিশুশ্রম দিবস উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শিশুদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

 

Print Friendly and PDF