চট্টগ্রাম, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির ক্লাস-পরীক্ষা স্থগিত

প্রকাশ: ১৫ মে, ২০২৫ ১:৩৪ : অপরাহ্ণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | সিটিজি টাইমস.কম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর মৃত্যুতে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে আজ দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ছিল। এর ধারাবাহিকতায় আজকের পূর্ণদিবসের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এ ছাড়া ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং কয়েকটি বাম সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন।

Print Friendly and PDF