চট্টগ্রাম, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

‘জুলাই স্পিরিটের’ প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন : শিবির সভাপতি

প্রকাশ: ৯ মে, ২০২৫ ৩:৪৪ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:সিটিজি টাইমস.কম

‘জুলাই স্পিরিটের’ সাথে যার প্রতারণাকারীদের হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন শিবির সভাপতি।

ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম বলেন, শহীদের রক্তে রঞ্জিত ‘জুলাই স্পিরিটের’ সাথে যারাই প্রতারণা করবে, তারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

এর আগে গতকাল রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান শুরু করেন এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর নেতৃত্বে ছাত্র-জনতা। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যরাও অবস্থান কর্মসূচিতে যোগ দেন।

এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেও একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন শিবির সভাপতি।

ওই পোস্টে তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিকট জুলাইকে হেরে যেতে দিবো না।

Print Friendly and PDF