চট্টগ্রাম, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সাউদার্ন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ

প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫ ২:১৬ : অপরাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠান সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ, আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নুরুন্নবী‘র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দীন আজহারী।

স্নাতক প্রথম ব্যাচের শিক্ষার্থী ইবনুল আকিব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক মুহাম্মদ মুহিউদ্দিন ও রেজাউল মোস্তফা রেজা।

সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ নুরুন্নবী নববর্ষ উদযাপন সহ দেশিয় সকল সংস্কৃতি লালন—পালনের প্রতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

অন্যান্য বক্তারা ঈদ উদযাপনের মধ্য দিয়ে উঁচু—নিচু ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে আনা ও সমাজের সকল শ্রেণির মানুষের সাথে সৌহার্দ্য—সম্প্রীতি বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়া দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোশাররফ হোসেন মাহিন এর বোন মরিয়ম আক্তার শিপুর মৃত্যুতে বিভাগের শিক্ষার্থীরা শোক জ্ঞাপন করেন।

Print Friendly and PDF