প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৯ : পূর্বাহ্ণ
আবারও স্বর্ণের দাম বাড়াচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ফেব্র“য়ারি ১৭ দিনে চতুর্থবারের মতো বাড়লো স্বর্ণের দাম।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার (১৮ ফেব্র“য়ারি) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।
এর আগে, গত ১, ৫ ও ১০ ফেব্র“য়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়।