লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের আত্মপ্রকাশ ও আহবায়ক কমিটি ঘোষণা সম্পন্ন
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১০ : পূর্বাহ্ণ
শিহাব উদ্দিন,লোহাগাড়া:চট্টগ্রামের লোহাগাড়ায় ভবন মালিকদের সংগঠন “লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন’র আত্ম প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৫ ফেব্রুয়ারি ) রাত ৯টার দিকে উপজেলার আমিরাবাদ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।
এসোসিয়েশনের আহ্বায়ক, হাশেম পার্কের স্বত্বাধিকারী আলহাজ্ব আবুল হাসেম`র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রবিউল ইসলাম খাঁন।
মাওলানা আবদুল মান্নানের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের যুগ্ন আহবায়ক,আজিজ টাওয়ারের স্বত্বাধিকারী এম.এ আজিজ,যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ ভবনের স্বত্বাধিকারী মোঃ ইলিয়াছ, যুগ্ম আহ্বায়ক কাদের-জলিল টাওয়ারের স্বত্বাধিকারী মোঃ আবদুল জলিল মেম্বার, যুগ্ম আহবায়ক নাছির টাওয়ারের স্বত্বাধিকারী মোঃ নাছির উদ্দিন,ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড বিল্ডিং ডিজাইনের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মামুন উদ্দিন,সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী মোঃ আবু ছিদ্দিক ও নাজিম বিল্ডিং এর স্বত্বাধিকারী মোঃ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তর আমিরাবাদ এম বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাছিমা ম্যানশনের মালিক শফিকু্ল ইসলাম, লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর টাওয়ারের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক শাহ, দপ্তর সম্পাদক আবুল কাশেম, সহ অর্থ সম্পাদক আবুল কাশেম, ফোরকান টাওয়ারের পরিচালক মোঃ জসিম উদ্দিনসহ লোহাগাড়া সদরের ৮০ জন ভবনের মালিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সকলের সম্মতিতে ১১ জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন ইন্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন। এতে আলহাজ্ব আবুল হাশেম কে আহ্বায়ক, এম এ আজিজ কে যুগ্ম আহ্বায়ক, আব্বাস টাওয়ারের মালিক মোহাম্মদ আব্বাস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর টাওয়ারের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে অর্থ সম্পাদক করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বলেন,ভবন মালিকদের জন্য ঐক্যের জন্য অবশ্যই সংগঠন প্রয়োজন রয়েছে।একটি সংগঠন করার জন্য ভবন মালিকদের ধন্যবাদ জানাচ্ছি। যাদের ভাড়া দিবেন অবশ্যই তাদের কাছ থেকে ফরম নিবেন।সেখানে ভাড়াটিয়াদের সকল তথ্যগুলো লিখা থাকবে। সকল ভবনের কক্ষ গুলাে সি সি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। এক্ষেত্রে ভবনে কোন অপরাধ প্রবণতা দেখা দিলে তা শনাক্ত করা সম্ভব হবে। লোহাগাড়া থানা পুলিশ আপনাদের যেকোন সময় পাশে থাকবে।