চট্টগ্রাম, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের সংবাদ সম্মেলন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৫৫ : পূর্বাহ্ণ

 

১৫ দিনের মধ্যে স্ব-পদে বহালের দাবীতে দাবীতে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র চাকুরিচ্যুত ৫৪৫ জন কর্মচারী সংবাদ সম্মেলন করেছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলন করেন তারা।

 

 

চাকুরি চ্যুতদের অভিযোগ, ট্রেইনি জুনিয়র অফিসার, টসহকারী অফিসার, সহকারী ক্যাশ অফিসারকে চাকুরিবিধি অনুসরণ না করে চাকুরিচ্যুত করেছে।

 

 

ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র কর্মরত চাকুরিজীবি হিসেবে ব্যাংকের চাকুরিচ্যুত করার বিধি বিধান রয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোন বিধি অনুসরণ না করেই বিনা কারণে প্রতি দিনের মতো কর্তব্যরত অবস্থায় অফিস কার্যকাল শেষ হওয়ার পূর্ব মুহুর্তে আমাদের ৫৪৫ জনকে চাকুরিচ্যুতির নোটিশ ধরিয়ে দেয়। চাকুরি পুর্নবহালের দাবীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের দৃষ্টি আকর্ষণ করে পুনরায় স্ব-পদে চাকুরিতে বহাল করার দাবীতে ১৫ দফা দাবী পেশ করে। । লিখিত বক্তব্যে তারা আরও বলেন,
সংবাদ সংম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রেইনি সহকারী অফিসার ইমতিয়াজ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন মো. জয়নাল আবেদীন, মো. গাজী আব বক্কার ফাহিম, মো. আবু তালেব, মো. হেলাল উদ্দিন।

 

গত ১৬ জানুয়ারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেড অফ এইচআরডি মো. কাউসার উল আলম স্বাক্ষরিত এক আদেশে একযোগে ৫৪৫ কর্মকর্তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে। চাকরিচ্যুতরা বেশিরভাগ চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা ।

 

ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় খরচ কমাতে ৫৪৫ কর্মকর্তাকে চাকরিচ্যুতির সিদ্ধান্ত হয়। চাকরিচ্যুতরা সবাই গত বছরের মার্চ মাসে নিয়োগ পেয়েছেন। এই নিয়োগ দিতে ব্যাংকটি কারও কোনো পরীক্ষা নেয়নি। এস আলম গ্রুপের দেওয়া তালিকা থেকে এই নিয়োগ দেওয়া হয়।

 

Print Friendly and PDF