শরীফ হোসেন রিংকন, লক্ষ্মীপুর: ‘গ্রন্থাগারে বই পড়ি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবসে লক্ষ্মীপুরের রায়পুরে র্যালি শেষে পাবলিক লাইব্রেরির নবনির্মিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) মো: ইমরান খান।
আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির মাঠ প্রাঙ্গণ হইতে র্যালি নিয়ে রায়পুর-হায়দরগঞ্জ সড়কের পাবলিক লাইব্রেরির সামনে এসে র্যালিটি শেষ হয়।
এরপর সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান, শিক্ষক ও সুশীলদের সাথে নিয়ে ফিতা কেটে লাইব্রেরির দ্বিতল কক্ষের শুভ উদ্বোধন করেন ইউ,এন,ও মোঃ ইমরান খান।
ইমরান খাঁন বলেন, ভবনটির সংস্কার নিয়ে বিগত দিনে অনেকেই পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।
আজ জাতীয় গ্রন্থাগার দিবসে গ্রন্থের প্রতি সম্মান রেখে সকল বিতর্কের অবসান ঘটিয়ে আমরা জনস্বার্থে দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করেছি।
আমরা আশাবাদী এই লাইব্রেরিতে শিক্ষা চর্চার কারণে আমাদের যুব সমাজ মাদক থেকে দূরে সরে আসবে এবং শিক্ষার প্রতি মনযোগী হবে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে অতি শীঘ্রই অত্যান্ত স্বল্প খরচে রায়পুরের স্বাস্থ্য সচেতন জনগণের জন্য ফিটনেস ক্লাবেরও শুভ উদ্বোধন করবো।