চট্টগ্রাম, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:০২ : পূর্বাহ্ণ

 

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

ফজরের নামাজের পর ভারতের মাওলানা ভাই ফারুকের বয়ানের মাধ্যমে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে হেদায়েতি বয়ান করবেন হিন্দুস্থানের মাওলানা আব্দুর রহমান। এ বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা করবেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। প্রথম ধাপের আখেরি মোনাজাতও তিনিই পরিচালনা করেছেন।

নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। চলাচলের সুবিদার্থে বিশেষ ট্রেন মেট্রোরেলের ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয়।

৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

 

Print Friendly and PDF