চট্টগ্রাম, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ , ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩৭ : পূর্বাহ্ণ

 

গাজীপুরের টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ। রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর আজ  সোমবার (৩ ফেব্রুয়ারি) শুরু হয় দ্বিতীয় পর্ব।

 

বাদ ফজরের আম বয়ানের মাধ্যমে দ্বিতীয় ধাপের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। যা চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্বেও মাওলানা জুবায়েরের অনুসারীরা অংশ নিয়েছেন। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম দলের আয়োজনে দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা রাত থেকেই ময়দানে আসতে শুরু করেন।

 

আর তাদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Print Friendly and PDF