চট্টগ্রাম, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ , ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সেক্টর কমান্ডার কে এম শফিউল্লাহ আর নেই

প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৫ ১১:২৮ : পূর্বাহ্ণ

 

সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ (বীর উত্তম) মারা গেছেন, ইন্না লিল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

 

১৯৭১ সালে সফিউল্লাহ ছিলেন জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান। তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে।

মুক্তিযুদ্ধে নেতৃস্থানীয় ভূমিকায়  ছিলেন কাজী মুহাম্মদ শফিউল্লাহ। মুক্তিযুদ্ধে প্রথমে তিনি ছিলেন ৩ নম্বর সেক্টরের কমান্ডার। পরে এস ফোর্সের প্রধান হন। অসামান্য বীরত্বের জন্য তিনি অর্জন করেন বীর উত্তম খেতাব।

 

 

মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ৫ এপ্রিল সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন কাজী মুহাম্মদ শফিউল্লাহ। তখন তাকে পূর্ণ কর্নেল পদমর্যাদা দেওয়া হয়। ১৯৭৩ সালের মাঝামাঝি সময়ে তিনি ব্রিগেডিয়ার এবং একই বছরের ১০ অক্টোবর মেজর জেনারেল পদ লাভ করেন। ১৯৭৫ সালের আগস্ট পর্যন্ত তিনি সেনাপ্রধান ছিলেন। ১৯৭৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত টানা ১৬ বছর তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেন বীর উত্তম কে এম শফিউল্লাহ।

 

Print Friendly and PDF