প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৫ ১১:৩১ : পূর্বাহ্ণ
বাংলাদেশকে বিশ্বের বুকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে প্রবাসীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শনিবার (২৫শে জানুয়ারি) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংকটকালীন সময়ে অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধশালী করতে সরকারের বিনিয়োগের ইকো সিস্টেমকে আরো সহজ ও লাভজন করতে কাজ করে যাচ্ছে।
এলজিআরডি উপদেষ্টা বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত, ভিসা যাচাই বাছাই সহজীকরণসহ বিভিন্ন অধিকার আদায়ে সরকার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দেশের প্রয়োজনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা।