চট্টগ্রাম, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দাবি আদায়ে শিক্ষকদের শপথবাক্য পাঠ

প্রকাশ: ২৪ জানুয়ারি, ২০২৫ ২:২৭ : অপরাহ্ণ

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে শিক্ষক সমাবেশ করছেন শিক্ষকরা। সমাবেশে নিজেদের দাবি আদায়ে শপথ বাক্য পাঠ করেছেন। অধিকার আদায়ের প্রশ্নে কারও সঙ্গে আপস না করার ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার (২৪ জানুয়ারি) শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় শহিদ মিনারে দশম গ্রেডের দাবিতে তারা সমাবেশ শুরু করেন। এর আগে সারা দেশ থেকে শিক্ষকরা শহিদ মিনারে অবস্থান নেন।

শিক্ষকরা বলেন, ১৩ তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেনীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যদা করার সামিল।

শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন,  দ্রুত সময় দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। বর্তমানে ১৩ তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেডে তা দাঁড়াবে ১৬ হাজার টাকা।

এ সময় দুপুর ২টার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কেউ না এলে আরও কর্মসূচিতে যাওয়ার আল্টিমেটাম দেন শিক্ষকরা।

 

Print Friendly and PDF