প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৫ ১২:৫৬ : অপরাহ্ণ
ঘন কুয়াশার দাপটে আগের দিনের চেয়ে কমেছে তাপমাত্রার পারদ। এতে দিনেও বেড়েছে শীতের অনুভূতি। কোথাও কোথাও খানিকটা বেলা করে কুয়াশা চিরে সূর্য উঁকি দিলেও শীত নিবারণে তা মোটেও কাজে আসছে না। এই অবস্থায় দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে কুয়াশার দাপট।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। এই সময়ে সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আগের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত থাকতে পারে কুয়াশার দাপট। এমনকি আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা স্থায়ী হওয়ায় অভ্যন্তরীণ নদী পরিবহন, বিমান চলাচল ও সড়ক যোগাযোগে বিঘ্ন সৃষ্টি করতে পারে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বাঘাবাড়ীতে। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, শুক্র ও শনিবার (২৪-২৫ জানুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আগামী রোববার (২৬ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আর এই সময়ে সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।