চট্টগ্রাম, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ , ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ 

প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৫ ৪:৪২ : অপরাহ্ণ

 

 

মাহবুবুর রহমান রানা, তাড়াইল(কিশোরগঞ্জ):কিশোরগঞ্জের তাড়াইলে তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

২৩জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে ২০২৫ সালে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সহকারি শিক্ষিকা মানসুরা বেগম, গণিত শিক্ষক মাসুম মিয়া, ইংরেজি শিক্ষক নুরুল হক, ইংরেজি শিক্ষক জুবায়ের হোসেন, আই সি টি শিক্ষক মিজানুর রহমান ও বিভিন্ন শ্রেণির মনোনীত শিক্ষার্থীবৃন্দ।

 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুন্নাহার লাকী জানান, সরকারি বিধি অনুযায়ী ২০২৫ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ১১০জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

 

এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকতে হবে এবং পড়াশোনায় মনোযোগীসহ বিদ্যালয়ের নিয়মনকানুন মেনে চলতে হবে। পরিশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সংবর্ধন অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।

 

Print Friendly and PDF