চট্টগ্রাম, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আগ্রাবাদ কমার্সিয়াল পেশাজীবি ঐক্য পরিষদ এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৫ ১:৫৯ : অপরাহ্ণ

আগ্রাবাদ কমার্শিয়াল পেশাজীবি ঐক্য পরিষদ এর আলোচনা সভঅ ওকমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর আগ্রাবাদ কমার্শিয়াল এলাকা ডবলমুরিং এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।মঙ্গলবার সন্ধ্যায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষঠানটি শুরু হয়।

 

 

এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষাবিদ আব্দুল গফুর।বিশেষ অতিথি ছিলেন দামপাড়া পুলিশ লাইন জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মো: মোরশেদ আলম,দি সুপ্রিম ট্রেড কম এর চেয়ারম্যান কবির আহমদ।কমার্শিয়াল পেশাজীবি ঐক্য পরিষদ এর সভাপতি মো: হাসান এর সভাপতিত্বে ও ডাঃ কফিল উদ্দিন এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন আগ্রাবাদ কমার্শিয়াল পেশাজীবি ঐক্য পরিষদ এর সহ-সভাপতি মোহাম্মদ হাসানাতুজ্জামান।এতে আরও উপস্থিত ছিলেন ২৮নং ওয়ার্ড শান্তি শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মোঃ সাহাগীর কায়সার,২৮নং ওয়ার্ড যুব কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন,ইঞ্জিনিয়ার সেহাব উল্লাহ,মাওলানা মোঃ আমিনুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলমগীর সরকার প্রমুখ।

 

 

সভায় বক্তারা বলেন, সবাইকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, সর্বক্ষেত্রে সততা বজায় রাখতে হবে এবং ইসলামের সকল বিধিবিধান মেনে চলতে হবে।এসময় জুলুম নির্যাতন চাদাবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবানও জানান তারা। সভায় মো: হাসানকে সভাপতি ও এইচ.এম মো: সোলায়মান মারুফকে সাধারণ সম্পাদক করে আগ্রাবাদ কমার্সিয়াল পেশাজীবি ঐক্য পরিষদ এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

 

Print Friendly and PDF