চট্টগ্রাম, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী ক্লাব আগামী দিনে সব প্রবাসীদের আস্থার ঠিকানা হবে-ডা. শাহাদাত

প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৫ ৯:৫৮ : পূর্বাহ্ণ

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম : চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের ৪র্থ বর্ষপূর্তি, কৃতি শিক্ষার্থী ও সিআইপি সদস্য সম্মাননা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রবাসীদের শ্রমে, কষ্টে অর্জিত রেমিটেন্স দেশের অর্থনীতিকে প্রবাহমান রেখেছে। নিজের পরিবার-পরিজন ছেড়ে সুদূর প্রবাসে পাড়ি জমিয়ে যারা দেশের অর্থনীতিকে সচল রেখেছেন তাদের অবদানকে অস্বীকার করা যায় না।

 

 

ডা. শাহাদাত বলেন, আপনারা আজ সবাই একটি সংগঠনের মাধ্যমে একত্রিত হয়েছেন, ঐক্যবদ্ধ হতে পেরেছেন এটা ভালো উদ্যোগ। সরকারের কাছে আপনাদের অনেক চাওয়া-পাওয়া আছে। আমরা আশা করব, এদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হলে একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর, জনবান্ধব সরকার ক্ষমাতয় এলে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে। আমাদের সবাইকে সে উদ্দেশ্যে কাজ করতে হবে। আগামী দিনগুলোতে এ ক্লাব সব প্রবাসীদের আস্থার ঠিকানা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
তিনি আজ ২০ জানুয়ারি সোমবার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।

 

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সভাপতি খন্দকার এম এ হেলাল সিআইপির সভাপতিত্বে ও মো. ইসমাইল ইমনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেফায়াত উল্লাহ কিসমত, মো. মঈনুদ্দিন, দিদারুল আলম, আবু ইউসুফ মামুন, সোহেল সিকদার, নাজিম উদ্দীন সিকদার, আবদুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে দুইবারের নির্বাচিত সিআইপি ওমান প্রবাসী মো. আবদুল মান্নানকে সংবর্ধনা দেয়া হয়।

 

 

সভাপতির বক্তব্যে খন্দকার এম এ হেলাল সিআইপি বলেন, প্রবাসী ক্লাব প্রবাসীদের সেবা দেয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। প্রবাসীরা যাতে দেশে এলে তাদের একটা ঠিকানা হয় সেজন্য এ ক্লাবের পথচলা। তিনি প্রবাসী ক্লাবের সিস্টার কনসার্ন চট্টগ্রাম প্রবাসী ট্রাভেলস এন্ড ট্যুরিজম, প্রবাসী টেলিভিশন, প্রবাসী রিয়েল এস্টে ও প্রবাসী গাড়ি সেবা প্রকল্পের সেবা গ্রহণের সকল প্রবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

Print Friendly and PDF