চট্টগ্রাম, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশজুড়ে কনকনে শীত

প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৫ ১১:০৬ : পূর্বাহ্ণ

 

ঢাকাসহ সারাদেশে কমেছে তাপমাত্রা। উত্তর হিমালয় অঞ্চলের থেকে বয়ে আসা কনকনে বাতাস আর কনকনে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে শীতের তীব্রতা আরও বেড়েছে। একইসঙ্গে বইছে হিমেল হাওয়া।

পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। একদিনের ব্যবধানে তাপমাত্রার পারদ ৯ এর ঘরে নেমে গেছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশাও পড়ছে, একইসঙ্গে কনকনে ঠান্ডা বাতাস অব্যাহত রয়েছে। একই অবস্থা নওগাঁর বদলগাছীতেও।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ও নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

 

ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। কুয়াশা ভেদ করে জেগে উঠেছে সূর্য। রোদের দেখা মিললেও উত্তরের হিমেল ঠান্ডা বাতাসের সঙ্গে শীত অনুভূত হচ্ছে। তবে শীত উপেক্ষা করেই সকালে বিভিন্ন পেশার শ্রমজীবীদের কাজে যেতে দেখা গেছে। নদীতে পাথর উত্তোলন, বোরো আবাদসহ বিভিন্ন প্রাত্যহিক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রমজীবীরা।

 

 

স্থানীয়রা জানায়, আবার তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভব হয়েছে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতে শীত অনুভূত হয় বেশি।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বৃদ্ধ রোগী। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

 

Print Friendly and PDF