চট্টগ্রাম, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তাড়াইলে শীতার্তদের মাঝে অদীর ফাউন্ডেশনের কম্বল বিতরণ

প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৫ ১১:১৭ : পূর্বাহ্ণ

 

মাহবুবুর রহমান রানা, তাড়াইল(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে অসহায়-দুস্থ্য ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অদীর ফাউন্ডেশন।

 

জানা গেছে, বুধবার (৮জানুয়ারি) সকাল ১০টায় আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (AAA) এবং অদীর(OHDIR) ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে জেলার ডাঃ এফ.আর. ভূঁইয়া সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার এর কর্মএলাকা উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের আকুবপুর গ্রামের মোট ১৫০ জন শীতার্ত দরিদ্র মানুষকে কম্বল বিতরণ করা হয়।

 

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ সিরাজুল ইসলাম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, OHDIR ফাউন্ডেশন এর প্রোগ্রাম ম্যানেজার সবুজ আহমেদ, প্রোগ্রাম অফিসার মাহাবুবা ইসলাম প্রিয়াংকা, প্রোগ্রাম অফিসার নুসরাত জাহান নাজিয়া, প্রোগ্রাম অফিসার সঞ্জয় কুমার সরকার, আকুবপুর ইউনিট ম্যানেজার মাজেদা বেগম প্রমুখ।

 

ডা.সিরাজুল ইসলাম জানান, গ্রামের অসহায় ও হত দরিদ্র জনগোষ্টীর মাঝে অতীতেও আমরা সাহায্য সহযোগীতা করে আসছি।ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

 

Print Friendly and PDF