চট্টগ্রাম, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার’

প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৫ ১১:১২ : পূর্বাহ্ণ

 

প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। যাতে স্থানীয় সরকার যে সত্যিই স্থানীয় এবং একটি সরকার, সেটি সুনিশ্চিত হয়।

তিনি বলেন, সে লক্ষ্যে পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন তারা।

বুধবার (৮ জানুয়ারি )সন্ধ্যায় সফররত ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক- ইআইবি’র ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেখা করতে গেলে তিনি এসব কথা জানান।

 

 

এসময় অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সবধরনের সহায়তার ইচ্ছা প্রকাশ করেন নিকোলা বিয়ার। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাজগুলো দৃশ্যমান হতে হবে।

এছাড়া দুর্নীতি মোকাবেলা, সুন্দরবন ও নদী ব্যবস্থাপনার উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরে সুবিধা বাড়াতে ইআইবি’র সহায়তা চান ডক্টর মুহাম্মদ ইউনূস।

 

Print Friendly and PDF