চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ , ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে বিষ্ণুপুরে পরিবর্তনের ছোঁয়া

প্রকাশ: ৮ জানুয়ারি, ২০২৫ ১০:৫১ : পূর্বাহ্ণ

মাহবুবুজ্জামান সেতু,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে বিষ্ণুপুরে পরিবর্তনের ছোঁয়া দেখা দিয়েছে। ইতোমধ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান, দরিদ্র পরিবারকে টিউবওয়েল প্রদান, স্বাবলম্বী করনের জন্য ছাগল প্রদান, মাথা গোঁজার জন্য ঘর নির্মাণ, চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদানসহ মাদকমুক্ত সমাজ গঠনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নে চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস ,এম গোলাম আজম।

 

এসময় প্রবাস ও দেশে থেকে  ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন অত্র ফাউন্ডেশনের সভাপতি আল-আমিন সাদ্দাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান,  সাংগঠনিক সম্পাদক  রুহুল আমিন, শিক্ষা ও সমাজ কল্যান বিষয়ক উপদেষ্টা সহকারী শিক্ষক রেজাউল হক,  সহ-সভাপতি সোহরাব হোসেন টুটুল প্রমূখ। এসময় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।

 

এসব উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনে সাহায্য করছে এবং স্থানীয় মানুষদের মাঝে ফাউন্ডেশনটির প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন বাড়িয়েছে। ফাউন্ডেশনটি ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।

 

Print Friendly and PDF