চট্টগ্রাম, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ , ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আকবরশাহ ও সদরঘাট থানায় নতুন ওসি

প্রকাশ: ৭ জানুয়ারি, ২০২৫ ১০:২৭ : পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট ও আকবরশাহ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।

 

 

আদেশে বলা হয়, সিটি এসবির পরিদর্শক মো. আবদুর রহিমকে সদরঘাট থানায়, একই থানার (ওসি) রমিজ আহমেদকে সদরদপ্তর পরিদর্শক (ক্রাইম) বিভাগে বদলি করা হয়েছে।

একই আদেশে আরও বলা হয়, আকবরশাহ থানার (ওসি) হিসেবে ডিবি উত্তর বিভাগের পরিদর্শক মো. কামরুজ্জামান, একই থানার (ওসি) রোজিনা খাতুনকে পুলিশ পরিদর্শক (প্রশিকিউশন) হিসেবে পদায়ন করা হয়।

Print Friendly and PDF