চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আ. লীগ দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে: জামায়াতের আমির

প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪ ১:১১ : অপরাহ্ণ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আবহমান কাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিভিন্ন ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করে। এমন একটি দেশ দুনিয়ায় কমই আছে। এমন একটি দেশকে বিগত দিনে যারা শাসন করেছে, একটানা সাড়ে ১৫ বছর, তারা মনের মতো করে সাজাতে পারেননি। তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে।

 

 

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আঠারো মাইল বাজারে আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে। দেশের মানুষের হাতে কাজ তুলে দেয়ার পরিবর্তে দেশের মানুষের রিজিক তারা তুলে নিয়েছে। লাখো বেকারের মিছিলে জনগণ ছিল পিষ্ট। এই সর্বনাশের জন্য বিগত সরকার দায়ী।

 

 

জামায়াতের আমির আরও বলেন, কেউ কেউ সুশীল সেজে জিজ্ঞেস করে, তারা (আওয়ামী লীগ) আগামী নির্বাচনে আসবে কিনা? আমি বলি– যারা গণহত্যা করেছে, দেশের মানুষের কেনা অস্ত্র দিয়ে মানুষের বুকে গুলি ছুড়েছে, তারা কি এই দেশে রাজনীতি করার অধিকার রাখে? স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন কাণ্ড ঘটিয়েই চলছে বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন– আমরা এ দেশকে ভালোবাসি, এ দেশকে গড়তে চাই। এমন একটি সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে দুর্নীতিবাজ-দখলদারদের অস্তিত্ব থাকবে না। যে সমাজে আমাদের মা-বোনেরা ইজ্জতের সঙ্গে ঘরে এবং বাইরে চলতে পারবে।

 

Print Friendly and PDF