প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৫ : পূর্বাহ্ণ
জয়পুরহাটে ছাত্রলীগ নেতার করা রাষ্ট্রদ্রোহের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৮ই ডিসেম্বর) দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলাটি খারিজেরও আদেশ দেন বিচারক। মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালে লন্ডনে এক সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। সেই বক্তব্যের জেরে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে ২০১৫ সালের ২৮শে মে মামলা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা। আজ শুনানি শেষে আদালত মামলাটি খারিজ করে দেয়।