চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় নিহত-২ ব্যবসায়ী

প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪ ২:১২ : অপরাহ্ণ

জাহিদ হাসান মিলু,জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাহেন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় হারুন অর রশীদ ও আব্দুল খালেক নামে ২ ভুট্টা ব্যবসায়ীর নিহত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চাপোর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে বলে জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

নিহত- হারুন অর রশীদের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে। আর আব্দুল খালেকের বাড়ি ঐ একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকায়। তারা দুজনে ধান ও ভুট্টা ব্যবসায়ী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও দিনাজপুরের বীরগঞ্জ পাকা সড়কে ডিজেল চালিত মাহেন্দ্র ট্রাক্টর ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হারুন অর রশীদ ও আব্দুল খালেক গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। এসময় হারুন অর রশীদের মৃত্যু হয়। অপরদিকে আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনার পর ঘাতক মাহেন্দ্র ট্রাকটি পালিয়ে যাওয়ার কারণে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Print Friendly and PDF