ঠাকুরগাঁওয়ে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও জিংক ধানের বীজ বিতরণ
প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪ ৩:০৮ : অপরাহ্ণ
জাহিদ হাসান মিলু,জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে “আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রাম” এর রিঅ্যাক্টস- ইন প্রকল্পের আয়োজনে কৃষক-কৃষাণিদের অগ্রণী কৃষক প্রশিক্ষণ প্রদান ও জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারিগাঁও নতুন বাজার এলাকার কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান ও বীজ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আঞ্জুমান আরা,হারভেস্ট প্লাস এর কান্ট্রি কোঅর্ডিনেটর কৃষিবিদ ওয়াহিদুল আমিন, হার্ভেস্টপ্লাস এর সীড সিস্টেমস এন্ড মার্কেটিং কোঅর্ডিনেটর কৃষিবিদ মোঃ মজিবর রহমান, ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্ট এর প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তা সহ শতাধিক কৃষক-কৃষাণি।
প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথিরা, মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন। জিংক ধান ও গমকে মানুষের হাতের নাগালে পৌঁছাতে কৃষক-কৃষাণিরা এর উৎপাদন ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ করার দৃঢ়তা প্রকাশ করেন।
রিঅ্যাক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন, হারভেস্ট প্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাক গ্রিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়াম এর মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় আরডিআরএস বাংলাদেশ ও ইএসডিও এর মাধ্যমে বাস্তবায়িত করা হচ্ছে।
এসময় হারভেস্ট প্লাসের কর্মকর্তারা জানান, রিঅ্যাক্টস-ইন প্রকল্পের মাধ্যমে হারভেস্ট প্লাস ভিটামিন, খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড খাদ্যশস্যের বিকাশ ও প্রচার করে। এছাড়া বায়োফর্টিফিকেশন প্রমাণ, প্রযুক্তি খাতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানসহ জনস্বাস্থর উন্নতিতে কাজ করছে। তাছাড়াও বাংলাদেশে জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রন সমৃদ্ধ মসুর এর সম্প্রসারণ করছেন। বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে ব্রি ধান ৭২ ও বিনা ধান ২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান ৭৪, ৮৪, ১০০ ও ১০২ ধানের ব্যাপক চাষাবাদ হচ্ছে।
প্রশিক্ষণ ও আলোচনা শেষে শতজন কৃষক-কৃষাণীকে জিংক সমৃদ্ধ ৪ কেজি করে ধানের বীজ প্রদান করেন আয়োজক ও অতিথিরা।