চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল বুকিং বন্ধ, খাবারও মিলবে না রেস্টুরেন্টে

প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ : পূর্বাহ্ণ

 

বাংলাদেশি পর্যটকদের জন্য ত্রিপুরাতে সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ করে দেয়া হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক টানাপোড়নের মধ্যে উত্তরপূর্ব রাজ্যের ট্রাভেল সেক্টরের সংগঠন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি

বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল রুম বুকিং বাতিলের পাশাপাশি রেস্টুরেন্টেও খাবার সরবরাহ করা হবে না বলে জানানো হয়েছে। অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সংগঠন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার (২ ডিসেম্বর) শত শত লোক ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী দূতাবাসে প্রবেশ করে হামলা চালায়। এরপরই ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সংগঠনের পক্ষ থেকে এমন বিবৃতি দেয়া হয়।

ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে উগ্র ভারতীয়রা বাংলাদেশি দূতাবাসে হামলা চালিয়েছে। প্রায় ৫০ এর অধিক লোকজন ঢুকে আগরতলার বাংলাদেশি দূতাবাসে হামলা চালায়। এ সময় দূতাবাসের কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েন।

 

 

এ ঘটনায় ভারত সরকার গভীরভাবে দুঃখপ্রকাশ করেছে। এছাড়া দূতাবাস এবং কূটনৈতিক মিশনকে হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয় বলে বিবৃতিতে উল্লেখ করেছে।

এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিক্ষোভকারীরা দূতাবাসে প্রবেশ ব্যাপক ভাঙচুর চালায়, পতাকা টাঙানোর পুল ভেঙে ফেলে এবং জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয়।

 

Print Friendly and PDF