চট্টগ্রাম, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গভীর রাতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে চসিক মেয়র

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৪ ৪:৩০ : অপরাহ্ণ

 

চট্টগ্রাম নগরীতে গভীর রাতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে গত শনিবার দিবাগত রাতে শহরের বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন তিনি। এ সময় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী ও উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা তাঁর সঙ্গে ছিলেন।

 

 

এ সময় মেয়র শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর সুবিধার্থে পরিচ্ছন্নতা কার্যক্রম রাতে পরিচালিত হচ্ছে।পরিচ্ছন্নতা কার্যক্রম আদৌ হচ্ছে কি না, তা দেখতে রাতে পরিদর্শন করেছি। কেউ দায়িত্ব পালনে ফাঁকি দিলে বা ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান সক্ষমতা যাচাই করেন এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত শোনেন। এদিকে গতকাল রবিবার দুপুরে অকস্মাৎ সিআরবিতে সড়ক সংস্কারকাজ পরিদর্শন করতে যান মেয়র।

 

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে সিআরবির সাতরাস্তা মোড় থেকে হোটেল র‌্যাডিসন ব্লু পর্যন্ত হেঁটে হেঁটে সড়ক সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমকে দ্রুত নগরীর সিআরবিসহ ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করার নির্দেশ দেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে বলেন।

 

অন্যদিকে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা গতকাল সকালে নগরীর বাকলিয়া ও বহদ্দারহাট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছেন।

 

 

Print Friendly and PDF