চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মইজ্জারটেকে এসআইবিএলের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ

প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৪ ১১:৫৫ : পূর্বাহ্ণ

 

চাকরিচ্যুত করার প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলীতে সড়ক অবরোধ করেছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) থেকে চাকরি হারানো কর্মকর্তারা। রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

এসময় ‘বৈষম্যের ঠাঁই নাই; আমার তোমার বাংলায়’, ‘লড়তে হলে লড়বো; চাকরি নিয়ে ফিরবো’, ‘এক দফা এক দাবি; চাকরি চাই চাকরি চাই’সহ নানা স্লোগান দেন তারা।

 

 

চাকরি হারানো এক কর্মকর্তা জানান, গত তিন মাস সংকট থাকাকালে আমরা ব্যাংকে অমানবিক কষ্ট করেছি, যাতে ব্যাংক ঘুরে দাঁড়ায়। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেছি। অথচ, এক নোটিশে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা আমাদের চাকরি ফেরত চাই।

এর আগে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ৬৭২ কর্মকর্তাকে ছাঁটাই করে বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক। ওইদিন এসব কর্মকর্তাকে ইমেইলের মাধ্যমে চাকরিচ্যুতির বিষয়টি জানানো হয়। পরে ব্যাংকে উপস্থিত হওয়া কর্মীদের চাকরিচ্যুতিপত্র ধরিয়ে দেওয়া হয়।

 

Print Friendly and PDF