চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কারের পর দ্রুত নির্বাচনের দাবি জামায়াতের কেন্দ্রীয় নেতার

প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৪ ২:২৫ : অপরাহ্ণ

 

জেলা আমির ও সাধারণ সম্পাদকের শপথের লক্ষে মেহেরপুরে রুকন সম্মেলন করেছে মেহেরপু জেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান অতিথি মোবারক হোসেন তার বক্তব্য বলেন, আন্দোলনে আহতরা যারা রয়েছেন তাদের সুচিকিৎসার জন্য কাজ করছে জামায়াত। এমনকি তাদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষে বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলা হচ্ছে।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে একটি যৌক্তিক সংস্কার করা। এজন্য আমরা ১০ দফা দাবিও তাদের কাছে পেশ করেছি। সংস্কারের পর দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি।

 

 

এছাড়াও তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও জামায়াতের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। সাধারণ মানুষ এখন মনে করছে দেশে দুর্নীতি ও সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে জামায়াতের কোনো বিকল্প নেই। এজন্য জামায়াতের রুকনদের এখন থেকেই কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের লক্ষে মাঠে কাজ করে তাদের আস্থা অর্জন করা দরকার।

 

রুকনদের সরাসরি ভোটে জেলার সুরা সদস্য নির্বাচিত করা হবে। যারা জামায়াতের সাংগঠনিক শক্তিশালী করার লক্ষে কাজ করবে বলেও জানা তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাওলানা তাজ উদ্দীন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোবারক হোসেন। উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হুছাইন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. মাহাবুবুল হকসহ জেলার রুকন সদস্যরা।

 

Print Friendly and PDF