চট্টগ্রাম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘২৪ এর গণআন্দোলন মূলতঃ ‘বাঙালি জাতীয়তাবাদ’কে পুনর্বিবেচনার মুখোমুখি করেছে। 

প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৪ ১০:১৭ : পূর্বাহ্ণ

অনৈতিহাসিকতার পথ ধরে ইতিহাসচর্চা করতে গিয়ে বাংলাদেশের নাগরিকদের মানসপটে জাতীয় পরিচয়ের সংকটের বীজ বপন করা হয়েছে। ইতিহাসের বাস্তবতাকে অগ্রাহ্য করে আরোপিত রাজনৈতিক পরিচয় বিনির্মাণের উদ্যোগ এদেশের মানুষকে ধর্ম, বর্ণ ও জাতিগত নৃ-তাত্ত্বিক শতধা বিভক্তির পথে চালিত করেছে। ‘২৪ এর গণআন্দোলন মূলতঃ ‘বাঙালি জাতীয়তাবাদের চেতনাকে পুনর্বিবেচনার মুখোমুখি করেছে। সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড ডায়ালগ এর আয়োজনে জুলাই অভ্যুত্থান : গণআকাঙ্ক্ষা ও জাতীয় পরিচয়ের মীমাংসা শীর্ষক সিরিজ আলোচনার প্রথম পর্বের মুখ্য আলোচক মাহমুদ নাঈম এ মন্তব্য করেন।

কবি, চিন্তক ও শিক্ষক সৈয়দ আহমদ শামীম-এর সভাপতিত্বে ও সংস্কৃতি সংগঠক ওবায়দুল্লাহ্ আফজালের সঞ্চালনায় শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম এ সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড ডায়ালগ এর আয়োজনে জুলাই অভ্যুত্থান : গণআকাঙ্ক্ষা ও জাতীয় পরিচয়ের মীমাংসা শীর্ষক সিরিজ আলোচনার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনজ্ঞ আমিনুল ইসলাম নজির, ইতিহাস, দর্শন, রাজনীতি ও সাইকো এনালাইসিসের আন্তঃশাস্ত্রীয় বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, প্রাবন্ধিক ও সম্পাদক আব্দুর রহমান বারী, স্টুডেন্ট এলায়েন্স ফর ডিমোক্রেসি’র মুখপাত্র জগলুল আহমেদ, লেখক ও সম্পাদক মুহাম্মদ আবু সুফিয়ান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক জোবাইরুল আলম মানিক, বৈষম্য বিরোধী আন্দোলনের নারী অংশগ্রহণকারী নীলা আফরোজ।

অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবের অজস্র শহীদ এবং স্বাধীনতার জন্য হাত-পা, দৃষ্টিশক্তি হারানো জীবন্ত শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশের মহানায়কদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সভাপতির বক্তব্যে কবি সৈয়দ আহমদ শামীম বলেন, সেন্টার ফর সোস্যাল স্টাডিজ এন্ড ডায়ালগ (CSSD) কর্তৃক আয়োজিত ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক সিরিজ আলোচনার আজ প্রথম পর্বের বিষয় হলো— “জুলাই অভ্যুত্থান: গণআকাঙ্ক্ষা ও জাতীয় পরিচয়ের মীমাংসা”। ভবিষ্যতেও আমরা এই সিরিজ আলোচনা জারি রাখার উম্মিদ রাখি এবং আজকের মতোই আপনাদের অংশগ্রহণ কামনা করি।

Print Friendly and PDF