প্রকাশ: ২ নভেম্বর, ২০২৪ ৪:৩৯ : অপরাহ্ণ
ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা দেয়া শুরু হয়েছে। শনিবার প্রথম দিনে দুইশ’ শহীদ পরিবারের সদস্যের হাতে ৫ লাখ টাকা করে চেক তুলে দেয়া হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে সব শহীদ পরিবার এই সহায়তা দেয়া হবে।
জুলাই আগষ্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর এই আয়োজন। রাজধানীর নগর ভবনে এ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এসময় সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশীদ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক সারজিস আলম উপস্থিত ছিলেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর চেক নিতে গিয়ে শহীদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এসময় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সারজিস আলম বলেন, জুলাই শহীদদের যথাযথ সম্মান দেয়া হবে। আহত ও নিহতদের পরিবারের পাশে সবসময় থাকবে এই ফাউন্ডেশন।
চেক হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করে সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন ৭১ এর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দেয়ার কারণে ২৪ এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের প্রথম দিনে ২০০ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।