চট্টগ্রাম, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ , ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সাফে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৪ ১০:০২ : পূর্বাহ্ণ

 

টানা দ্বিতীয়বার নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশ নারী দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে জয় পেয়েছে স্বাগতিক নেপালের বিপক্ষে।

বাংলাদেশের পক্ষে মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা গোল করে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চ্যাম্পিয়ন দলের রুপনা চাকমা আসর সেরা গোলকিপার হয়েছেন। আর আসরের সেরা ফুটবলারের পুরষ্কার জেতেন ঋতুপর্ণা চাকমা।

 

 

সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টান ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

হিমালয় কন্যার দেশ নেপালের দশরথ স্টেডিয়ামে আরো একবার এমন আনন্দের উপলক্ষ্য এনে দিলেন বাংলাদেশ নারী দলের খেলোয়াড়রা। টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশ নারী দলের পালকে।

 

 

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে স্বাগতিক নেপালের উপর শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে বাংলাদেশ নারী দল। কখনো উইং, আবার কখনো মাঝমাঠ থেকে আক্রমণের পর আক্রমণে ব্যস্ত রাখে নেপাল দলের রক্ষণভাগকে। ক্রসবারে লেগে বাংলাদেশের বেশ কয়েকটি সুযোগ নষ্ট হয়।

স্বাগতিক নেপালও বেশ কয়েকবার বেকায়দায় ফেলেছিলো বাংলাদেশকে। তবে আসর সেরা গোলকিপার রুপনা চাকমার দক্ষতায় স্বাগতিকরা গোল পায়নি। তাতে খেলার প্রথমার্ধ থাকে গোল শূন্য।

 

বিরতির পর আরো উজ্জিবিত হয়ে খেলতে থাকে বাংলাদেশ নারী দল। ৫২ মিনিটে দশরথ স্টেডিয়ামের দর্শকদের স্তব্ধ করে বাংলাদেশ দলকে এগিয়ে নেন মনিকা চাকমা। উল্লাসে মেতে ওঠে গ্যালারীতে থাকা লাল সবুজের দর্শকরা।

তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিক নেপাল। ৫৫ মিনিটে আমিশা কার্কি নেপালকে সমতায় ফেরান।

 

শেষ ১৫ মিনিটে ম্যাচ জমিয়ে তোলে দু’দল। ৮২ মিনিটে চোখ ধাঁধানো এক গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্ণা চাকমা।তার এই গোলে গ্যালারীতে উল্লাসের ঢেউ ওঠে।

 

বাকি সময় কোন দল গোল না পেলে, শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠেন বাংলার অদম্য নারী ফুটবলাররা। আর ৬ বার ফাইনালে উঠেও শিরোপা না জিততে পারার হতাশা সঙ্গী হলো নেপাল দলের।

 

Print Friendly and PDF