ঈদগাঁওতে ইউনিয়ন সিমস্ প্রকল্পের মাইগ্রেশন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৪ ১১:২২ : পূর্বাহ্ণ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে এনজিও সংস্থা প্রত্যাশীর সিমস্ প্রকল্পের মাইগ্রেশন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় বটতলী সেনোয়ারা মার্কেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বাবুল।
প্রত্যাশীর সিমস্ প্রকল্পের ঈদগাঁও উপজেলা সমন্বয়ক আলী আসগরের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বাবুল, প্রকল্প কর্মকর্তা মো: শওকতুল ইসলাম, আইন সহায়তা কর্মকর্তা সুলতান মাহমুদ।
ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে নুর মোহাম্মদ, ছৈয়দ আলম,মো: আলী,রফিকুল ইসলাম , মহিলা ইউপি সদস্য জাহেদা,জন্নাতুল ফেরদৌস ও প্রবীণ শিক্ষক মাষ্টার শফি আলম প্রমুখ ।
প্রকল্প কর্মকর্তারা সভায় উপস্থিত সকল পেশার সদস্যদের উদ্দেশ্যে বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিতে এলাকার সব পেশার অংশীজনদের সহযোগিতায় ইসলামপুরের জনগোষ্ঠীকে সচেতন ও দক্ষ করে তুলার লক্ষ্যে সিমস্ প্রকল্প কাজ করে যাচ্ছে। এসময় প্রকল্প কর্মকর্তারা প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য,প্রবাসী পরিবারের অনিশ্চিত জীবনের পরিকল্পিত জীবনমান উন্নয়ন ও প্রবাসীদের দালাল নামক অভিশাপের খপ্পর থেকে রক্ষা ও হয়রানি থেকে প্রতিকার পাওয়ার ক্ষেত্রে অত্র প্রকল্পের বিভিন্ন সহযোগিতার কথা উল্লেখ করেন। কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন ইসলামপুর কর্মকর্তা মালেকা।