চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৪ ১০:০০ : পূর্বাহ্ণ

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন – বাফুফে’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। আজ শনিবার (২৬শে অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১২৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন পাঁচটি ভোট। নির্বাচিত চার সহ-সভাপতি হলেন, নাসের জাহেদি, ওয়াহিদ হ্যাপি, সাব্বির আরেফ ও ফাহাদ করিম।

 

এর আগে সন্ধ্যা ছয়টায় শেষে হয় বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। দুপুর দুটো থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছিল ভোটগ্রহণের সময়। মোট ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দিতে আসেননি চট্টগ্রাম আবাহনী, নীলফামারী, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা এবং চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর ।

 

সিনিয়র সহ-সভাপতি ছাড়া সভাপতি, সহ-সভাপতি, সদস্য পদে ভোট হয়েছে। এই ২০ পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৪৫। ১৫ নির্বাহী সদস্যের বিপরীতে প্রার্থী ৩৭ জন, ৪ সহ-সভাপতি পদে ৬ জন ও সভাপতি পদে ২ জন রয়েছেন।

ভোট গ্রহণ পর্ব শেষে শুরু হয় ভোট গণনা। কাউন্সিলরদের সরাসরি ভোটে বাফুফের নির্বাহী কমিটির কর্মকর্তারা নির্বাচিত হন। বাফুফে নির্বাহী কমিটির মেয়াদ চার বছর।

 

Print Friendly and PDF