প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৪ ৪:২১ : অপরাহ্ণ
বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রোববার সকালে বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময়ে এ আহবান জানান রাষ্ট্রপতি।
শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, বৈষম্যহীন দেশ গড়তে সহিষ্ণুতা, পারস্পারিক আস্থা ও সহযোগিতা খুব বেশি প্রয়োজন।
জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখার আহ্বানও জানান রাষ্ট্রপতি।