প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৪ ২:৩৯ : অপরাহ্ণ
ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যহত রাখার কথা জানিয়েছে আমেরিকা। স্থানীয় সময় মঙ্গলবার (৮ই অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
এসময় ম্যাথিউ মিলারকে উদ্দেশ্য করে এক সাংবাদিক বলেন, স্বৈরশাসক হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তবর্তী সরকার বাংলাদেশেকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অধ্যাপক ইউনূসের সাথে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন এবং প্রেসিডেন্ট বাইডেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ড. ইউনূসের সাথে সাক্ষাত করেছেন। এসময় বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা এবং রোহিঙ্গা শরণার্থীর মতো চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে বাইডেন প্রশাসন বাংলাদেশের সাথে সম্পর্ক কিভাবে এগিয়ে নিচ্ছে সে বিষয়ে জানাতে চাওয়া হয়।
জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা এই সব ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সাথে কাজ করছি। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের উপদেষ্টার সাথে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। এই সমস্ত বিষয়ে অগ্রগতি অব্যাহত রাখার জন্য আমরা প্রস্তুত।
পরে এই সাংবাদিক ভারতে বসে শেখ হাসিনার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রসঙ্গে জানতে চান। তিনি বলেন, গত সপ্তাহে স্টেট ডিপার্টমেন্টে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। বাংলাদেশের সাবেক স্বৈরাচার শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছেন বলে অভিযোগ রয়েছে। ব্লিংকেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে কোনেও আলোচনা হয়েছে কিনা জানতে চান ওই সাংবাদিক।
জবাবে মিলার বলেন, ভারত সরকারের কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক ইস্যুতে কথা বলার সময় প্রায়ই বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। এর বাইরে এই ইস্যুতে সুনির্দিষ্টভাবে বলার মতো কিছু নেই।