চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকতা ও চলচ্চিত্র পরিচালনা নিয়ে চট্টগ্রামের সন্তান অভ্র সুযোগ পেল ভরতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে

প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৪ ১২:১৫ : পূর্বাহ্ণ

 

 

ভারত সরকারের মযার্দাপূর্ণ আইসিসিআর বৃত্তি (২০২৪-২৫) পেয়ে ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও চলচিত্র পরিচালনা বিষয়ে পড়ার সুযোগ পেয়েছে চট্টগ্রামের কৃতি সন্তান অভ্র বড়ুয়া।অভ্র বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক,নাট্যকার,নির্দেশক অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া ও বিশিষ্ট ওড়িশী নৃত্যশিল্পী,সংগঠক প্রমা অবন্তী’র একমাত্র সন্তান।

 

 

২০১৯ সালেও ভারতে অনুষ্ঠিত উত্তরবঙ্গের বৃহত্তর উৎসব ‘বস্কো ফেস্ট’র নাট্টোৎসবে স্কুলের প্রতিনিধিত্ব করে অভ্র ১০টি স্কুলের মধ্যে অভিনয়ে প্রথম স্থান অর্জন করেন ও কবিতা উৎসবে ৪০ জনের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন। একদিনে ৭৫টি ইভেন্ট আয়োজন করে উৎসবটি ‘গিনেস বুক অব ওয়ার্ড রেকর্ডস’-এ জায়গা করে নেয়।

 

 

এছাড়াও পাঁচটি ভিন্ন ভাষায় গান করে বর্ষসেরা শিক্ষার্থীর খেতাব পেয়েছেন অভ্র।২০২৩ সালে গানস এন্ড রোসেস নক ইন হেভেনস ডোর পরিবেশন করে।যেখানে ২০০০ দর্শক তাঁর দলের গানে মুগ্ধ হয়।অভ্র বাংলাদেশর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ এর সাবেক শিক্ষার্থী পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য সে ভারতের দার্জিলিং এ পা বাড়ায়।

 

Print Friendly and PDF