চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জেন জিদের জন্য পরিবর্তন আসছে ফেসবুকে

প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৪ ১১:৫২ : পূর্বাহ্ণ

 

সময়ের সঙ্গে বিশ্ব বদলে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও এসেছে নানান পরিবর্তন। এই পরিবর্তনের ধারা প্রজন্ম থেকে প্রজন্ম লক্ষ্য করা যায়। বর্তমানে জেন জিদের নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে। ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যাদের জন্ম তাদের জেনারেশন জেড বা সংক্ষেপে জেন জি বলা হয়। এবার জেন জিদের নিয়ে ভাবছে মেটা। ফেসবুককে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করতে মেটা নতুন উদ্যোগ নিয়েছে।

এ উদ্যোগের আওতায় জেন-জি ব্যবহারকারীদের জন্য ফেসবুকের ইউজার ইন্টারফেসে (ইউআই) পরিবর্তন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার (৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের অস্টিনে অনুষ্ঠিত ফেসবুক আইআরএল পপআপ ইভেন্টে ইউআই পরিবর্তনের বিষয়ে মেটা জানিয়েছে। টেক ক্রাঞ্চের প্রতিবেদন থেকে জানা যায়, জেন জির তরুণেরা ফেসবুকের নির্দিষ্ট কিছু সুবিধা যেমন ফেসবুক গ্রুপ ও মার্কেটপ্লেস বেশি ব্যবহার করেন। ফলে নতুন নকশায় এসব সুবিধা প্রাধান্য পাবে। ফেসবুকের নতুন নকশায় যেসব পরিবর্তন আসবে, সেগুলো দেখে নেয়া যাক।

লোকাল ট্যাব: ফেসবুকে লোকাল নামে নতুন একটি ট্যাব যুক্ত করা হবে। এটি ফেসবুক ফিডের ওপরের দিকে থাকা হোম ও ভিডিও ট্যাবের পাশে দেখা যাবে। লোকাল ট্যাবটিতে ট্যাপ করে সহজেই মার্কেটপ্লেস, গ্রুপ ও ইভেন্টের সব তথ্য দেখতে পারবেন ব্যবহারকারীরা। নতুন ট্যাবটি প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কয়েকটি শহরে বসবাসকারীরা পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারবেন।

 

লোকাল ট্যাবে সোয়াইপেবল বিভাগ: লোকাল ট্যাবে ফেসবুক ফিডে একটি সোয়াইপেবল বিভাগ যুক্ত করা হবে। বিভাগটিতে সোয়াইপ করে স্থানীয় বিভিন্ন ফেসবুক গ্রুপ, ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেটপ্লেসের তথ্য ও পোস্ট দেখা যাবে।

 

এক্সপ্লোর: নতুন বিভাগ যুক্ত হবে ফেসবুকে। এক্সপ্লোর নামে একটি বিভাগ আনতে যাচ্ছে সামাজিক মাধ্যমটি। ইনস্টাগ্রাম ও টিকটকের নকশার আদলে তৈরি বিভাগটিতে ‘ফর ইউ’ ও ‘নিয়ারবাই’ নামের দুটি অপশন থাকবে। এর মাধ্যমে ইউজার সহজেই ফর ইউ অপশনে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়ার পাশাপাশি নিয়ারবাই অপশনে অন্যান্য কনটেন্ট দেখতে পারবেন।

 

হালনাগাদ ভিডিও ট্যাব: ইউজারদের জন্য ভিডিও ট্যাবও যুক্ত কবে ফেসবুক। নতুন ভিডিও ট্যাবটিতে ক্লিক করে বর্তমানের মতো পর্দাজুড়ে ভিডিও প্লেয়ার ব্যবহারের পাশাপাশি নতুন ভিডিও পাওয়া যাবে।

ফেসবুক গ্রুপ ও ইভেন্ট হালনাগাদ: ফেসবুক ইভেন্টে হালনাগাদের ফলে ব্যবহারকারীরা তার আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আসন্ন বিভিন্ন ইভেন্টের সারসংক্ষেপ দেখতে পারবেন। শুধু তা-ই নয়, ফেসবুক ইভেন্টে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদেরও আমন্ত্রণ জানানো যাবে। এ ছাড়া ফেসবুক গ্রুপে যুক্ত করা হবে ‘গ্রুপ এআই’ চ্যাটবট।

 

Print Friendly and PDF