চট্টগ্রাম, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের খাদেম হবো, মালিক হবো না: জামায়াত আমির

প্রকাশ: ২ অক্টোবর, ২০২৪ ১২:৫৪ : অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, আমরা জনগণের সেবক হতে চাই। আমরা দেশের খাদেম হবো, মালিক হবো না।

মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি চাই না। রাজনৈতিক মতবিরোধ থাকলেও, জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন থাকবো। সবাই মিলে, সবাইকে নিয়ে ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে তোলা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা ২৪-এর বিপ্লবের চেতনায় অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চেতনা থেকে বিচ্যুত হলে জাতি মেনে নেবে না। নির্বাচনী রোডম্যাপের আগে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও তা বাস্তবায়নের সুনির্দিষ্ট টাইমলাইন ঘোষণা করতে হবে। কারণ, রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না।

Print Friendly and PDF