চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানের তাগিদ প্রধান উপদেষ্টার

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ৩:০৫ : অপরাহ্ণ

 

দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানের আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থী সংস্থার হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সাথে বৈঠকে তিনি এ আহবান জানান।

বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) নিউ ইয়র্কের একটি হোটেলে এ বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে গ্রান্ডি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের ক্যাম্পে থাকা দশ লাখের বেশি রোহিঙ্গার দুর্দশা নিরসণে কাজ করতে হবে।

তিনি বলেন, ড. ইউনূস বাংলাদেশের নতুন নেতা হিসেবে আসার পর রোহিঙ্গা সংকটের প্রতি বিশ্বব্যাপী আগ্রহ বেড়েছে।

 

রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য আরও তহবিল পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, বিশ্বব্যাংক থেকে পাওয়া ৭০০ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে কাজে লাগবে।

ড. ইউনূস বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে বেড়ে উঠা হাজার হাজার রোহিঙ্গা শিশুর ভবিষ্যতের জন্য আরও কিছু করতে হবে। খুব বেশি দেরি হওয়ার আগেই এই সমস্যা সমাধানের ওপর জোর দেন তিনি।

 

 

Print Friendly and PDF