চট্টগ্রাম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাতিল এইচএসসির ফল নিয়ে যা জানালো আন্তঃশিক্ষা বোর্ড

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ৩:১০ : অপরাহ্ণ

 

ছাত্র জনতার আন্দোলনের কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। তবে এর আগেই কয়েকটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেসব বিষয়ের মূল্যায়ন করা হবে। আর পরীক্ষা না হওয়া বিষয়গুলোর ক্ষেত্রে এসএসসির ফলাফলের সাবজেক্ট ম্যাপিং করে চূড়ান্ত ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বুধবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে আগামী মাসের মধ্যেই ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এসএসসির নম্বর ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে। অক্টোবর মাসেই এইচএসসির ফলাফল প্রকাশ করতে জোর প্রস্তুতি শুরু হয়েছে।’

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরও তিন দফায় পরীক্ষা স্থগিত করা হয়।

 

সূচি অনুযায়ী ১৩ দিনের মোট ৬১টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) নানা বিষয়ের পরীক্ষা বাকি থাকায় এতগুলো পরীক্ষা আটকে যায়। যদিও প্রত্যেক শিক্ষার্থীকে ১৩টি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। এর মধ্যে বাধ্যতামূলক বাংলা ও ইংরেজির চারটি বিষয় (প্রথম ও দ্বিতীয়পত্র) এবং আইসিটি রয়েছে। আর ৮টি বিষয় ঐচ্ছিক (অপশনাল)।

 

Print Friendly and PDF