চট্টগ্রাম, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আহতদের চিকিৎসা দিচ্ছে চীনা মেডিকেল টিম

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৪ : অপরাহ্ণ

 

বৈষম্যবিরোধী আন্দোলনে গুরতর আহতদের চিকিৎসা দেয়া শুরু করেছে ঢাকায় আসা চীনের জরুরি মেডিকেল টিম।

আজ সোমবার সকালে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান ১০ সদস্যের মেডিকেল টিম। প্রথম ধাপে চোখে গুরতর আঘাত পেয়েছেন এমন ২৬জন রোগীকে দেখেন তারা। পরে পঙ্গু হাসপাতালে ভর্তি আহত রোগীদের দেখেন তারা।

 

 

ঢাকায় চীনের দূতাবাস জানিয়েছে, চিকিৎসক দল সবধরনের আহত রোগীদেরই দেখবেন। আরো বিশেষজ্ঞ চীনা চিকিৎসক ঢাকায় আসবেন। প্রয়োজনে আহতদের চীনে নিয়ে  চিকিৎসা দেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের অনুরোধে নেপাল ও যুক্তরাজ্যসহ আরো কিছু দেশ মেডিকেল টিম পাঠাতে যোগাযোগ করেছে।

 

 

Print Friendly and PDF