চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৪ ২:২৯ : অপরাহ্ণ

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন সরকারি প্রশাসনের সব সচিব। আজ বুধবার (৪ঠা সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করছেন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস। সচিব সভায় কয়েকটি নির্ধারিত গুরুত্বপূর্ণ এজেন্ডার বাইরেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তবে এবারের বৈঠকের জন্য বিস্তারিত এজেন্ডা থাকছে না।

জানা গেছে, সচিবদের সঙ্গে বৈঠকে সারা দেশে প্রশাসনিক কাজগুলো কীভাবে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা যায় তা নিয়ে সচিবদের পরামর্শ শুনতে চাইতে পারেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে সচিবদের কাছে অন্তর্বর্তী সরকার কি প্রত্যাশা করে তাও জানানো হতে পারে বৈঠকে।

 

Print Friendly and PDF