চট্টগ্রাম, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় মুষলধারে বৃষ্টি,যানজটে ভোগান্তি

প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০০ : পূর্বাহ্ণ

 

রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার ভোর হতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তায় কোথাও জমেছে হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি। এতে রাস্তায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়।

ফলে সকালে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যাঁরা রাস্তায় বের হয়েছেন, তাঁদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

 

ধানমন্ডি, শেওড়াপাড়া, মালিবাগ, পশ্চিম তেজতুরী বাজার, বংশাল, বকশীবাজার, সাতরাস্তা, তেজগাঁও, তেজকুনীপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে।

এদিকে আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ৯ জেলার উপর দিয়ে ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

মঙ্গলবার(৩রা সেপ্টেম্বর) সকাল ৯ টা  থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাস এই কথা বলা হয়েছে।

 

এতে বলা হয় রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর এবং কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলঅ হয়েছে।

 

Print Friendly and PDF