প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৪৭ : অপরাহ্ণ
৩০শে আগস্ট নারায়নহাট সংলগ্ন মির্জাহাট সুন্দরপুর গ্রাম,ফটিকছড়ি,চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দেয় মানবিক সংগঠন স্বস্তিকার ১৫ সদস্যবিশিষ্ট একটি দল।
এসময় উপস্থিত ছিলেন শুভাশীষ দাশ গুপ্ত, বিশ্বজিত রায়,সৌমেন মজুমদার, দীপেন চৌধুরী, পিকলু বিশ্বাস, রাজীব রাজ, শ্রাবনী সুমি, রূপন, পল্লব, শিমুল, আরও অনেকে।
ত্রানকার্যে উপস্থিত সংগঠন এর সদস্যদের মধ্যে থেকে শুভাশীষ দাশ গুপ্ত বলেন, স্বস্তিকা একটি মানবিক সংগঠন। এই সংগঠন “শিব জ্ঞানে জীব সেবা” এই অমৃত বানী বুকে ধারন করে মানবতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক বছর ব্যাপী।
স্বস্তিকা দরিদ্র, অসহায়, মেধাবী ও অনাথ শিশু-কিশোর ও ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা, মৌলিক চাহিদা যোগান, মানব সম্পদ উন্নয়ন সহযোগিতা এবং মনুষ্যত্বের কৃষ্টি ও ঐতিহ্যে জীবনাচরণে উৎসাহিত করে সমাজের মূলস্রোতে টিকিয়ে রাখার লড়াইয়ে ব্রতী একটি অসম্প্রদায়িক প্ল্যাটফর্ম।