চট্টগ্রাম, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে বন্যার পানি নামার পর ক্ষত দৃশ্যমান

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৪ ৩:৪০ : অপরাহ্ণ

 

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও মীরসরাই- এই তিন উপজেলায় বন্যার পানি নেমে যাবার পর ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ঘরবাড়ি, গবাদিপশু, ফসল, পুকুরের মাছ হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অনেকে। বেঁচে থাকার অনিশ্চয়তার মাঝেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এসব অসহায় মানুষ।চাইছেন সকলের সহায়তা। এদিকে, বন্যার্তদের সকল ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

 

ভয়াবহ বন্যায় জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গিয়েছিলেন চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও মীরসরাই উপজেলার হাজার হাজার মানুষ। বানের পানি নেমে যাওয়ার পর বাড়ি ফিরে দেখেন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বসত ভিটে সহ সবকিছু। হারিয়েছেন গবাদি পশু, মাঠের ফসল, পুকুরের মাছ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের হিসাব অনুযায়ি, বন্যায় চট্টগ্রাম জেলায় কৃষিতে ক্ষতি হয়েছে ৩৯৪ কোটি ১৫ লাখ টাকার। আর অধিকাংশ পুকুর পানিতে ভেসে যাওয়ায় ২৯০ কোটি ৪৭ লক্ষ টাকার মৎস সম্পদের ক্ষতি হয়েছে।

 

এমন অবস্থায় দিশেহারা বন্যার্ত এসব এলাকার মানুষ। আবার ঘুরে দাঁড়ানোর জন্য চাইছেন সহায়তা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেবে, চট্রগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২ লাখ ৬৮ হাজার মানুষ। চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানান বন্যার্তদের সহযোগিতায় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ২১ লাখ ৩০ হাজার টাকা ও ৫৯৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সার্বিক ক্ষয়ক্ষতি নিরুপণের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। উল্লেখ্য বন্যায় চট্টগ্রাম জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৬৫ কিলোমিটার সড়ক।

 

Print Friendly and PDF