চট্টগ্রাম, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেরত আসছে লুট হওয়া পুলিশের অস্ত্র

প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৪ ১২:৩৬ : অপরাহ্ণ

 

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা এবং অস্ত্র-গোলাবারুদ লুট হয়। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর অনেক জেলায় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়েছে মানুষ। সেনাবাহিনীর অভিযানে একাধিক স্থানে অস্ত্র উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে।

 

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা চালায় দুর্বৃত্তরা। বহু অস্ত্র ও গোলবারুদ লুট হয়।

ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনসহ সচেতন নাগরিকদের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে লুট হওয়া পুলিশের বন্দুক, শটগান, এলএমজি, স্ট্যানগান, চাইনিজ রাইফেল, গ্যাস গানসহ গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া এসব অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করেছে।

 

অস্ত্র ও অন্যান্য সামগ্রী ফেরত পাওয়ায় কৃতজ্ঞতা জানান ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বর্তমানে চারটি থানায় চলছে স্বাভাবিক কার্যক্রম।

এদিকে, নরসিংদীর পৃথক স্থানে অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেলসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জেলার পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

 

এছাড়া, মুন্সীগঞ্জে সদর থানা ও ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে লুট হওয়া রাইফেল, পিস্তল, শটগান, ১৪০টি আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ৯৩৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার হয়েছে।

লুন্ঠিত সকল অস্ত্র স্বেচ্ছায় ফেরত দিতে জনসাধারণের প্রতি আহবান জানিয়েছে প্রশাসন ও সেনাবাহিনী।

 

Print Friendly and PDF