প্রকাশ: ২২ আগস্ট, ২০২৪ ৫:৫৮ : অপরাহ্ণ
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোররাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। ফলে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আমার জীবনে এতো বড় বন্যা দেখি নাই। আমাদের গ্রামের সব বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। সবাই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে।
মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন জানান, মহাসড়কে পানির কারণে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।